সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়ধানমন্ডি থেকে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

ধানমন্ডি থেকে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে রাজধানীর মিন্টোরোডে অবস্থিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আনিস আলমগীর নিজেই।
তিনি বলেন, “ধানমন্ডির একটি জিম থেকে আমাকে নিয়ে আসা হয়েছে। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।”
তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয় এবং রাত আটটার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছানো হয়। তবে রাত পর্যন্ত ডিবি প্রধানের সঙ্গে তার কোনো কথা হয়নি।
এ বিষয়ে রাত ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, “আনিস আলমগীরের নামে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আজ তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “তাকে গ্রেপ্তার করা হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “কিছু বিষয় আছে। তার সঙ্গে কথা বলার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।”
উল্লেখ্য, জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে বিভিন্ন বক্তব্যের কারণে তিনি আলোচনায় ছিলেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ