শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫
No menu items!
বাড়িলিড নিউজত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৩০০ আসনের সংশোধিত সীমানা তালিকা...

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৩০০ আসনের সংশোধিত সীমানা তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় ও আদেশ অনুযায়ী পূর্বে প্রকাশিত কিছু আসনের সীমানা আংশিকভাবে সংশোধন করা হয়েছে। এর ফলে নতুন সীমানা বিন্যাসে বাগেরহাট জেলায় একটি আসন বৃদ্ধি পেয়েছে এবং গাজীপুর জেলায় একটি আসন কমানো হয়েছে।
ইসি সূত্র জানায়, আদালতের নির্দেশনা ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আসনসীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। এর উদ্দেশ্য হলো আসন বিন্যাসকে আরও যৌক্তিক, সঙ্গতিপূর্ণ ও জনসংখ্যাভিত্তিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।
নির্বাচন কমিশন ইতোমধ্যে মোট ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার হালনাগাদ তালিকা প্রকাশ করেছে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুটির জন্যই কার্যকর হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ