কক্সবাজারের টেকনাফে যৌথ মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)। আটককৃত ব্যক্তির নাম ওমর ছিদ্দিক, তিনি মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা মো. ওসমানের পুত্র।
১৭ সেপ্টেম্বর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সুইচ গেইট এলাকার কেওড়া বাগানে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ও টেকনাফ ব্যাটালিয়নের ২বিজিবির সদস্যরা।
২বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্ত এলাকা দিয়ে ইয়াবার বড় চালান প্রবেশের খবর পেয়ে তারা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। অভিযানে ওমর ছিদ্দিককে হাতেনাতে ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত পথে মাদক পাচারের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামির বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, কক্সবাজারে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক চক্র নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।