বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টেকনাফে পাহাড় থেকে অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড উদ্ধার

টেকনাফে পাহাড় থেকে অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড উদ্ধার

টেকনাফের রঙ্গীখালীর গহিন পাহাড়ে  অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার(২৯ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাহাড়ে চিরুনি অভিযানে এসব উদ্ধার করা হয়।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গলাচিরা নামে পাহাড়ে ডাকাত দলের সদস্যরা অবস্থান করছে- এমন সংবাদে র‌্যাব ও বিজিবির সদস্যরা ডাকাত দলের আস্তানা  ঘিরে ফেলে। এ সময় বিজিবি ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই রাউন্ড ফাঁকা ফায়ার করে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পাহাড়ে তল্লাশির মাধ্যমে ডাকাত দলের লুকিয়ে রাখা একটি ইউজেডআই বিদেশি অস্ত্র, দুটি একনলা গদা বন্দুক, চারটি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলেন, মাদক চোরাচালান, গুম, খুন, চাঁদাবাজি, অপহরণসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতো পাহাড়ি ডাকাত দল। এ যৌথ অপারেশনে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উদ্ধার করা অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা ও হ্যান্ড গ্রেনেড ধ্বংস করার প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ