বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে সেগুনবাগানে ঝুলেছিল কাঠ মিস্ত্রির মরদেহ

টাঙ্গাইলে সেগুনবাগানে ঝুলেছিল কাঠ মিস্ত্রির মরদেহ

টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ি বনাঞ্চলের গভীর জঙ্গল থেকে অধীর সূত্রধর (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) দুপুরে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের পীরগাছা এলাকার সেগুনবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অধীর সূত্রধর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কোনাবাড়ী এলাকার গোপি সূত্রধরের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানান,অধীর সূত্রধর মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।স্বজনরা সারা রাত বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিঁখোজ সংবাদের বিজ্ঞপ্তি দেন।

নিহতের স্বজনরা জানান বুধবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর জঙ্গলের মধ্যে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহের খবর প্রকাশ পায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা মরদেহ শনাক্ত করতে সক্ষম হন।

মধুপুর থানার পরিদর্শক তদন্ত রাসেল আহমেদ জানান,দুপুরে গভীর জঙ্গলের ভেতর গরু চড়াতে গিয়ে কয়েকজন রাখাল সেগুন বাগানে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ