ইমরুল হাসান বাবু,টাঙ্গাইল:
সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল-এর উদ্যোগে বনভোজন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শালবনে অবস্থিত চুনিয়া কটেজ, মধুপুর ন্যাশনাল পার্কে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন টাঙ্গাইল শাখার সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি শামসাদুল আক্তার শামীম, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মহাব্বত হোসেন, টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল এবং সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি আবু জোবায়ের উজ্জ্বল।
এছাড়াও বক্তব্য দেন টেলিভিশন ফোরাম উত্তর টাঙ্গাইলের সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার মধুপুর প্রতিনিধি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি গোলাম মোস্তফা এবং ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি মো. কামাল হোসেন।
বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করতে নিয়মিত এমন আয়োজন প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।
বনভোজন ও পরিচিতি অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন এবং টেলিভিশন ফোরাম উত্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে পরিচিতি পর্ব, আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানান এবং সাংবাদিক ঐক্য ফেডারেশনের কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
