বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শ্রীশ্রী বড় কালীবাড়ীর নাট মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জী, শ্রীশ্রী বড় কালীবাড়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী ও জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।
এ ছাড়াও শ্রীশ্রী বড় কালীবাড়ী কমিটির অন্যান্য কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, হরিসভার সদস্যবৃন্দসহ বহু ভক্ত-অনুরাগী প্রার্থনায় অংশ নেন।
বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সমবেত ভক্তদের বিশেষ দোয়া ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।
