রবিবার, আগস্ট ৩১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে ভোটের মাঠে এগিয়ে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল

টাঙ্গাইলে ভোটের মাঠে এগিয়ে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫(সদর) আসনে ভোটের মাঠে ব্যাপক সাড়া ফেলেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। উপজেলার প্রতিটা ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে তিনি ইতিমধ্যেই ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের পাশে থেকে নানা আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ায় ফরহাদ ইকবালের গ্রহণযোগ্যতা বেড়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে তার উপস্থিতি লক্ষণীয়।
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া,কাতুলী,হুগড়া,দাইন্যা,গালা,কাকুয়,সিলিমপুর,মাহমুদনগর,ঘারিন্দা ও পোড়াবাড়ী ইউনিয়নের ভোটাররা বলছেন, ফরহাদ ইকবাল শুধু নির্বাচনী সময় নয়, বিভিন্ন সময়ে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। এজন্যই এবার তার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। তারা বলেন ফরহাদ ইকবাল চরাঅঞ্চলের সন্তান। চরঅঞ্চলে রয়েছে তার ভোট ব্যাংক।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ছাত্র জীবন থেকেই ছাত্রদলের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু। তিনি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বর্তমানে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ ভোটারা জানান,ফরহাদ ইকবাল এমনি একজন নেতা তার কোন অহংকার নেই-যে কোন সময় তাকে ডাকলে পাওয়া যায়। বিশেষ করে সে প্রতিটি এলাকার কমপক্ষে এক হাজার লোকের নাম জানে।
তারা বলেন এতো বড় মাপের একজন নেতা যখন সাধারণ মানুষের নাম ধরে ডাক দেয়-তখন মানুষ তার প্রতি আকৃষ্ঠ হয়ে পড়ে। সেই কারণেও সাধারণ ভোটাররা তাকেই বেছে নিয়েছে। এছাড়াও তিনি তুখোর বক্তা,তার বক্তব্য শুনেও অনেক ভোটার তার প্রতি দুর্বল হয়ে পড়েছে। তারা জানান, অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে মনোয়নয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হবে। এছাড়াও এলাকায় তার এই সক্রিয় উপস্থিতি বিএনপির সংগঠনকে আরও চাঙা করেছে বলে স্থানীয় নেতাকর্মীদের মতামত।
এ বিষয়ে টাঙ্গাইল -৫(সদর) আসনের বিএনপির মনোয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, আমি সবসময় জনগণের রাজনীতিতে বিশ্বাসী। দল আমাকে যেকোনো দায়িত্ব দিলে আমি তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ