সোমবার, অক্টোবর ২০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সভা

টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সভা

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমের স্ত্রী লিলি আক্তার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মগড়া ইউনিয়নের কুইজবাড়ি এলাকায় নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি কুইজবাড়ি বাজারে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন সোহাগ, সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সহ-সভাপতি হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নুর মহম্মদ নূর, শহর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট নাসিরউদ্দিন নিশান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, মো. ফরহাদ শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় তারা নানা স্লোগান দিয়ে হত্যার প্রতিবাদ জানাতে থাকেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কুইজবাড়ি বাজারে বিএনপি নেতা আনিছুর রহমানের মালিকানাধীন লিওন বেকারিতে প্রবেশ করে ৪–৫ জন মুখোশধারী দুর্বৃত্ত। আনিছুর রহমানকে না পেয়ে তারা তার স্ত্রী লিলি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আনিছুর রহমান জানান, হামলাকারীদের তিনি চিনতে পারেননি এবং তাদের পরিচয় সম্পর্কেও কিছুই নিশ্চিত নন।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ