সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে ফরহাদ ইকবালের লিফলেট বিতরণ

টাঙ্গাইলে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে ফরহাদ ইকবালের লিফলেট বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এর আগে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১৮টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল পৌর উদ্যানে এসে সমবেত হয়।

সমাবেশে এডভোকেট ফরহাদ ইকবাল বলেন,আমি শতভাগ আশাবাদী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান আমাকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন দেবেন। টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭টি আসনে ইতোমধ্যে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। অবিলম্বে সদর আসনে টাঙ্গাইলের ছেলেকেই মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি। তবে দল যাকে মনোনয়নই দিক, তার পক্ষেই কাজ করে যাব।

লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন—
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রউফ, সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল ও মামুন সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামিমুর রহমান খান, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকে কেন্দ্র করে শহীদ স্মৃতি পৌর উদ্যান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ