ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হাসানুজ্জামিল শাহীন।
সভায় হাসানুজ্জামিল শাহীন বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নয়, এটি একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। আমাদের সকলের দায়িত্ব এই ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা।”
এ সময় উপস্থিত ছিলেন হুগড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. মনির হোসেন, টাঙ্গাইল শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফেজ, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন খান, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উশা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী, হুগড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আইয়ুব আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ সরোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আকন্দ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফ হোসেন ও সোলায়মান হায়দারসহ হুগড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মতবিনিময় সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা হুগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
