বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
No menu items!
বাড়িলিড নিউজটাঙ্গাইলে পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ ওসির বদলীর আদেশে সাধারণ মানুষের ক্ষোভ,সমালোচনার ঝড়

টাঙ্গাইলে পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ ওসির বদলীর আদেশে সাধারণ মানুষের ক্ষোভ,সমালোচনার ঝড়

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধী আটক, মাদক নিয়ন্ত্রণ, মামলা নেওয়াসহ চুরি-ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনে ব্যাপক ভূমিকা রাখায় টাঙ্গাইল  জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মনোনীত মির্জাপুর থানার ওসি মোশারফকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

সোমবার(৫ মে) পুলিশ হেডকোয়ার্টার্সের এক চিঠিতে তার বদলির আদেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হলে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন নিরলস পরিশ্রম,অপরাধ দমন ও জনবান্ধব ভূমিকার কারণে সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন আস্থার প্রতিক।এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও  ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

স্থানীয়দের অভিযোগ,একজন যোগ্য ও সাহসী পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দিয়ে জনসেবার উপর আঘাত হানা হয়েছে। অনেকেই মনে করছেন, ওসি সাহেবের জনপ্রিয়তা কিছু লোকের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল।
ফেসবুক স্টেটাস গুলো তুলে ধরা হলো,একজন সৎ, সাহসী, এবং মানুষের কাছে প্রিয় পুলিশ অফিসার যখন হঠাৎ করে বদলি হন, তখন প্রশ্ন উঠে কেন। ওসি মোশারফ ছিলেন আমাদের জেলার গর্ব। অপরাধ দমন, মাদক ও ডাকাতদের বিরুদ্ধে যুদ্ধ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিটি মুহূর্তে তিনি প্রমাণ করেছেন একজন ভালো পুলিশ অফিসার কেমন হওয়া উচিত।
এখন তিনি নেই। বদলির আদেশ এসেছে। আমরা যারা তাঁর কাজ দেখেছি, আমরা জানি এটা শুধু একজন কর্মকর্তার বদলি নয়, এটা মানুষের বিশ্বাসের উপর আঘাত। প্রশাসনের কাছে প্রশ্ন,সৎ কর্মকর্তাদের পাশে কি কেউ দাঁড়াবে ?
স্থানীয়রা জানায়, ৫ আগস্টের পর সারাদেশে পুলিশের ভাবমুর্তি যখন ক্ষুন্ন,আইনশৃংখলা যখন অবনতি, ঠিক সেই মুহুর্তে মির্জাপুরে ওসি হিসেবে যোগদান করেন তিনি। যোগদানের পর তিনি জনসাধারণের সাথে মিশে মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা কাজ করেছেন। মির্জাপুরে মাদক ও ডাকাত নির্মুলে কাজ করেছেন নিরলসভাবে। তারা আরও জানায়, মির্জাপুরের মতো একটি শিল্পাঞ্চলিক থানায় তার মতো ওসির বিশেষ প্রয়োজন।

এদিকে টাঙ্গাইল জেলা পুলিশের প্রধান কার্যালয়ের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা, কয়েকজন ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে একান্তে আলোচনা কালে তারা বিষয়টি নিয়ে মর্মাহত বলে জানিয়েছেন। ওসি মোশারফের বদলির বিষয়ে তাদের ভিতরে চাপা ক্ষোভও দেখা যায়। তারা বলেন, ছেলেটি অনেক পরিশ্রমী, আন্তরিক ও মানবিক। পুলিশের চাকরি কখন কোথায় বদলি হবে কেউ বলতে পারবে না। কিন্তু মাত্র কয়েকদিন আগেই সে শ্রেষ্ঠ ওসি হয়েছে, আর এখনই বদলি। বিষয়টি দুঃখজনক। তাকে কাজ করার সুযোগ দেয়া উচিত ছিলো বলেও মন্তব্য করেন অনেকে।
মির্জাপুরের রাজনৈতিক একাধিক নেতৃবৃদ জানায়,ওসি মোশারফ সপ্তাহখানেক আগে জেলার শ্রেষ্ঠ ওসির পদক পান। আমরা উচ্ছ¡াসিত হয়ে ছিলাম। হঠাৎ বদলী হওয়ায় আমরা হতভম্ব। এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
এবিষয়ে টাঙ্গাইল পুলিশ সুপার মো.মিজানুর রহমান বলেন,পুলিশের বদলী বাংলাদেশ পলিশের চলমান প্রক্রিয়া। আসলে যেকোন পুলিশ অফিসার যেকোন সময় বদলী হতে পারে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ