ইমরুল হাসান বাবু, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল:
টাঙ্গাইলে নদী, খাল, বিল, জলাশয় এবং জেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণ সমাজের মন্দির ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়।
এতে বক্তব্য রাখেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মো. খালেদ, কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, পরিবেশ আন্দোলনের সংগঠক ফজলে সানি, সদস্য হাসরত খান ভাসানী এবং ব্যবসায়ী ঐক্য জোটের নেতা আবুল কালাম মোস্তফা লাবু প্রমুখ।
বক্তারা বলেন, “টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী নদ-নদী, খাল-বিল ও জলাশয় অবৈধ দখল, দূষণ ও ভরাটের কারণে অস্তিত্ব হারাচ্ছে। এর ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষি, পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়ছে।”
তারা আরও বলেন, “বিশেষ করে শহরের ভিক্টোরিয়া রোডের শ্যামাবাবুর খাল, ব্রাহ্মণ সমাজের প্রাচীন মন্দির এবং অন্যান্য ধর্মীয় ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো অযত্ন, অবহেলা ও দখলের কারণে বিলুপ্তির পথে। দায়িত্বরত কিছু অসাধু কর্মকর্তা ও প্রভাবশালীদের ছত্রছায়ায় অনুমোদনহীন ও পরিকল্পনাবহির্ভূত বহুতল ভবন নির্মাণে ভূমিকম্পসহ নানা ঝুঁকি বাড়ছে।”
কমিটির দাবি, অবৈধ দখল উচ্ছেদ করে খাল, নদী ও জলাশয় পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক করতে হবে, এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর যথাযথ সংরক্ষণে জরুরি ব্যবস্থা নিতে হবে।এ সময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।