মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহ আলম,টাঙ্গাইল প্রতিনিধি:

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “দৈনিক মজলুমের কণ্ঠ টাঙ্গাইলের গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। শুরু থেকেই এই পত্রিকাটি নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পেরেছে।

দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার কালিহাতী উপজেলা প্রতিনিধি সোহেল রানার সঞ্চালনা ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলার সভাপতি ও সাংবাদিক শাহ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী সহ প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে ইউএনও খায়রুল ইসলাম পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। পত্রিকাটি দীর্ঘ তিন দশক ধরে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল রয়েছে। এমন ধারাবাহিকতা গণমানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ