স্টাফ রিপোর্টার টাঙ্গাইল: টাঙ্গাইলে দৈনিক কালবেলা পত্রিকার সাফল্যের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাকক্ষে এই অনুষ্ঠান উদযাপিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলা-র টাঙ্গাইল জেলা প্রতিনিধি আবু জুবায়ের উজ্জল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, পৌর নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজুয়ান সিদ্দিকী, বিএনপি মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, যায় যায় দিনের স্টাফ রিপোর্টার জুবায়েদ মল্লিক বুলবুল এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক মামুনুর রহমান মামুন।
বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই কালবেলা পাঠকদের আস্থা অর্জন করে বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিকে পরিণত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি সবসময় সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিএনপি বরাবরই কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।
অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার কালবেলা প্রতিনিধিবৃন্দ, প্রেসক্লাবের সদস্য, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আনন্দঘন পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।