বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি ও সদর-৫ (টাঙ্গাইল) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হাসানুজ্জামিল শাহীন।
এ সময় হাসানুজ্জামিল শাহীন বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও একটি সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি মাঠে আছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই হবে সেই পরিবর্তনের ভিত্তি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঘারিন্দা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী, ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইফুল আরমিদ, টাঙ্গাইল শহর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফেজ, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মারুফ সরোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আকন্দ, ঘারিন্দা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের শহর কমিটির সদস্য সচিব রাসেল, জেলা ছাত্রদলের সদস্য মাহিদসহ ঘারিন্দা ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।