ইমরুল হাসান বাবু, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল:
টাঙ্গাইলের ভূঞাপুরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘাটান্দী এলাকায় লোকমান ফকির মহিলা কলেজের সামনে একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন— গোপালপুর উপজেলার নারুচী গ্রামের খন্দকার ছাত্তারের ছেলে খন্দকার সুরুজ (৩২) এবং তার স্ত্রী তানিয়া আক্তারী (৩৬)। অভিযানের সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা, নগদ এক লাখ ২৬ হাজার টাকা এবং গাঁজা মাপার একটি মেশিন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই দম্পতি ভূঞাপুর পৌর এলাকার লোকমান ফকির মহিলা কলেজের সামনে নাজমুল হকের ভাড়া বাসায় অবস্থান নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, “দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী মিলে উপজেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে পাঠানো হবে।