শনিবার, মে ১৭, ২০২৫
No menu items!
বাড়িঅপরাধটাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই, কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই, কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর।

শুক্রবার (১৬মে) সকালে শহরের বটতলা বাজারে এ অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জানা যায়, শহরের বটতলা বাজারে সোহেল মাংসের দোকানে সদর উপজেলার চিলাবাড়ির পাইকপাড়া গ্রামের মো.শফিকুল ইসলামের ছেলে মো সুবেল মিয়া দীর্ঘদিন যাবত বাজারে মাংস ব্যবসা পরিচালনা করে আসছে। শুক্রবার বটতলা বাজারে পৌরসভার কসাইখানা পরিদর্শক সিল মারতে গিয়ে গর্ভবতী গরুটি শনাক্ত করেন। এরপর সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি ডাক্তারকে খবর দিলে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান গর্ভবতী গরুটি দুই মাসের বাচ্চা গর্ভধারণ ছিল ।
টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. শাহিন আলম বলেন, সংবাদ ভিত্তিতে শহরের বটতলা বাজারে সোহেল মাংসের ঘরে একটি গর্ভবতী গরু জবাই করা হয়েছে জানতে পেরে সেখানে সেই গর্ভবতী গরুটি পরীক্ষা করে দেখা যায় গর্ভবতী গরুটির প্রায় দুই মাসের বাচ্চা ছিল।
জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল জানান সকালে সংবাদ পেয়ে তাৎক্ষণিক বটতলা বাজারে উপস্থিত হই। সেখানে মাংস ব্যবসায়ী সুবলকে জিজ্ঞাসাবাদ করা হলো তিনি অকপটে সব দোষ স্বীকার করে নেন। এরপর তাকে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত ৭০ কেজি মাংস সবার সামনে মাটিতে পুতে রাখা হয়।
এ সময়,সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস এসোসিয়েশন  অব বাংলাদেশ ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল ও এএস আই মিলন সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ