ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:টাঙ্গাইল সদর উপজেলা কাতুলী গ্রামের কৃষক মো. শামসুল হত্যা মামলায় একই গ্রামের মা ও মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৮ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-কাকুয়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী রাহিমন ও তার মেয়ে রোজিনা।
স্পেশাল জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো.শাহজাহান কবির জানান, গত ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে কাতুলী গ্রামের কৃষক শামছুল হক (৫৫) বাড়ির পাশে নিজের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের রাজ্জাক ওরফে রুজু তার স্ত্রী-সন্তানদের সাথে নিয়ে শামছুল হককে চাপাতি দিয়ে কুপিয়ে চলে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় শামছুল হককে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর কৃষক শামছুল হক মারা যান।
এ ঘটনায় শামছুল হকের স্ত্রী জামিরন বেগম বাদি হয়ে রাজ্জাক এবং তার স্ত্রী রাহিমা, মেয়ে রোজিনা ও ছেলে রফিকুলকে আসামী করে টাঙ্গাইল মডেল থানায় মামলা দ্বায়ের করেন। মামলা চলাকালীন অবস্থায় আসামী রাজ্জাক মারা যান। এছাড়া এ ঘটনার সময় রফিকুলের বয়স কম থাকায় শিশু আদালতে এখনো তার মামলাটি বিচারাধীন রয়েছে। রোববার দণ্ডিত আসামীদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে তাদের টাঙ্গাইল কারাগারে নেয়া হয়।