শুক্রবার, আগস্ট ১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইলে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:

টাঙ্গাইলের নাগরপুরে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী দুটি অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের বীর সলিল এলাকা (এলসিন ব্রিজ সংলগ্ন) এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক। অভিযানকালে একটি অবৈধ কারখানা সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয় এবং অপর একটি কারখানায় তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. মাসুদ এবং পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক বিপ্রব কুমার সূর্যসেন উপস্থিত ছিলেন। পরিবেশ বিধি লঙ্ঘনের অভিযোগে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনীর একটি দল সক্রিয়ভাবে সহযোগিতা করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ রক্ষায় অবৈধ ও অননুমোদিত কারখানার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ