ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল সদর উপজেলার দুটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৫ মে) বিকালে উপজেলার দাইন্যা ইউনিয়নের শ্যামার ঘাট এবং কাতুলি ইউনিয়নের চারাবাড়ী ঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন।
অভিযুক্তরা হলেন,ওই এলাকার মাটি ব্যাবসায়ী জহুরুল ইসলাম এবং আব্দুল মান্নান। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন সহ ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রয় করতেন।
টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন বলেন,অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা, নদী থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।