ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মীরনগর নঙ্গিনা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ ভবনে পাঠ গ্রহণ করছে। ভবনের দেয়াল ও ছাদে ফাটল, ভীমে ধস, প্লাস্টার খসে পড়া এবং সার্বিক জরাজীর্ণ অবস্থার কারণে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, তিন কক্ষবিশিষ্ট বিদ্যালয় ভবনের দুটি কক্ষ সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। অবশিষ্ট এক কক্ষে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে ক্লাস করছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল থাকায় ছাদ ও দেয়াল থেকে মাঝে মধ্যেই চুন-সিমেন্ট খসে পড়ছে। টিফিনের সময় ইতোমধ্যে একটি দুর্ঘটনাও ঘটেছে, যা অভিভাবকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আহছানুল কবীর (মকুল) বলেন, “বিদ্যালয় ভবনের পাশ দিয়েই অটো, সিএনজি, ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। তিন পাশ ঘেঁষে বাউন্ডারি ওয়াল না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি এক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে ক্লাস করি। দ্রুত নতুন ভবন ও বাউন্ডারি ওয়াল নির্মাণ এখন অত্যন্ত জরুরি।”
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ৩৩ শতাংশ জমির ওপর ৬ জন শিক্ষক ও ১৫২ জন শিক্ষার্থী পাঠ গ্রহণ করছে। জরাজীর্ণ ভবনের কারণে ২০২২ সালের মে মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর নতুন ভবন নির্মাণের আবেদন করা হয়। আবেদনটি উপজেলা শিক্ষা অফিস যাচাই করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠায়।
পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২২ সালের ২০ জুন বিদ্যালয়টি পরিদর্শন করে স্মারক নং–৪২৬ এর মাধ্যমে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং দ্রুত নতুন ভবন নির্মাণের সুপারিশ জানায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার বলেন, “বিদ্যালয়টির ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি শিগগিরই প্রকল্পটি অনুমোদিত হবে এবং নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।”
এলাকাবাসীর দাবি, সরকার যেন দ্রুত বিদ্যালয়টির নতুন ভবন ও বাউন্ডারি ওয়াল নির্মাণের পদক্ষেপ নেয়, যাতে শিশু শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে শিক্ষাগ্রহণ করতে পারে এবং বিদ্যালয়টি আবারও এলাকায় প্রাথমিক শিক্ষার আলোকবর্তিকা হিসেবে তার গৌরব ফিরিয়ে আনতে পারে।
