শুক্রবার, মে ১৬, ২০২৫
No menu items!
বাড়িছবি-ঘরজয়া আহসান অভিনীত সিনেমা ‘জয়া আর শারমিন’ মুক্তি পাচ্ছে আজ

জয়া আহসান অভিনীত সিনেমা ‘জয়া আর শারমিন’ মুক্তি পাচ্ছে আজ

জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘জয়া আর শারমিন’  মুক্তির মিছিল শেষে আজ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দেশের দর্শকনন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন  তার অভিনয় গুণ দিয়ে। দেশের সীমানা পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমায়ও নিজের অবস্থান শক্ত করেছেন। সেখানেও পেয়েছেন সাফল্য, অভিনয় করেছেন বলিউডেও।দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘জয়া আর শারমিন’। করোনা মহামারির সময়ে ছবিটি নির্মাণ করেছেন পিপলু আর খান। নির্মাণের পাঁচ বছর পর আজ ১৬ মে দেশের তিনটি সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে। সিনেমাটির শুটিং হয়েছে করোনা মহামারি চলাকালে।
শুটিং প্রসঙ্গে জয়া আহসান সাংবাদিকদের বলেন, ‘ওই সময়টাকে ধরে রাখার জন্য কাজটি করেছি। নিরাপত্তা নিশ্চিত করেই শুটিং করেছি।ফেলে আসা সময়টাকে পাব না। ওইরকম সময় চাইও না। কিন্ত, যারা সিনেমাটি দেখবেন করোনার সময়ে ফিরে যাবেন,’ বলেন তিনি।
জয়া আহসান আরও বলেন, ‘তখন অনেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা বেঁচে গেলেও অস্থির একটা সময় পার করে এসেছি।দুজন নারীর অচেনা ভুবনের গল্প। সিনেমাটি নাড়া দেবে সবাইকে,’ যোগ করেন তিনি।

জয়া আরও বলেন, ‘এখানে একটা সময়কে তুলে ধরা হয়েছে।  একটা সময়ে দুজন মানুষ পেছন ফিরে দেখতে চায়। দুজনে কোভিডের সময়ে একটি বাড়িতে আটকা পড়ে নিজেদের  মধ্যে তৈরি করে নেয় নিজস্ব ছোট্ট জগৎ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ