সোমবার, অক্টোবর ২০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়জমি বিরোধে চাচা-ভাতিজার সংঘর্ষ: প্রতিবেশীদের নামে মিথ্যা অভিযোগ, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

জমি বিরোধে চাচা-ভাতিজার সংঘর্ষ: প্রতিবেশীদের নামে মিথ্যা অভিযোগ, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ২নং চকপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনায় নিরপরাধ প্রতিবেশীদের নামে মিথ্যা অভিযোগ দায়েরের করা হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে চকপাড়া গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাসনাত বারী তৌহিদ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, “কিছুদিন আগে আমার বাবা মারা গেছেন। তার মৃত্যুর পর আমার আপন চাচা জসিম উদ্দিন দুলদুল, যিনি একজন বিএনপি নেতা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের পরিবারকে দীর্ঘদিন ধরে জমি নিয়ে হয়রানি করে আসছেন।”
তিনি আরও জানান, “গত ১৭ অক্টোবর রাতে আমি বাড়ির পাশে দোকানে বসে ছিলাম। হঠাৎ চাচা আমাকে ডেকে বলেন, ‘তুই বাড়িতে থাকতে পারবি না, তদের কোন জমিতে চাষ করতে দেওয়া হবে না, তোকে মেরে ফেলবো।’ এরপর হঠাৎ করেই তিনি ও তাঁর লোকজন আমার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। আমি আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে আহত হই।”
তৌহিদ অভিযোগ করে বলেন, “ঘটনার পর উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। আমি ছাড়া আরও ১০-১৫ জন নিরপরাধ প্রতিবেশী, যাদের অনেকেই ঘটনাস্থলে ছিলেন না কিংবা দেশের বাইরে আছেন, তাদের নামেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে এই ঘটনার সুযোগ নিয়ে নিরপরাধ মানুষদের হয়রানি করছে। স্থানীয়রা এ ধরনের মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় বয়োজ্যেষ্ঠ মুরব্বিরা   উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ