জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ) এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচি আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ)এর প্রোগ্রামার জেবা আফরোজা, টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক সংগঠনের সভাপতি নাজমুল হক,সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া,সদস্য জয়নব বিবি ও সাংবাদিক বোরহান তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, বিড়ি উৎপাদন একটি ঝুঁকিপুর্ণ ও স্বল্প মুজুরির পেশা। বিড়ি শিল্প দরিদ্র জনগোষ্ঠীকে শোষণ করে চলছে। এছাড়াও তামাকপণ্যের সহজলভ্যতা ও বিজ্ঞাপন বন্ধ না হলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও কঠোর ও কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ,যুব প্রতিনিধি,তামাক বিরোধী কর্মী,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নীল রঙের টি-শার্ট পরে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।