জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে ভোট দিতে ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ শুরু করেন।
নির্বাচনের দিন শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ধরনের লিফলেট কিংবা খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না। সকাল সাড়ে ৭টায় কড়া নজরদারির মধ্য দিয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। পরে সকাল সোয়া ৮টার দিকে পোলিং এজেন্ট ও প্রার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেন।
নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসজুড়ে পুলিশ, র্যাবের ডগ স্কোয়াড, সোয়াট টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে বিএনসিসি, রোভার স্কাউটস ও রেঞ্জার ইউনিট দায়িত্ব পালন করছে।
এদিন সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।
ভোট গ্রহণের জন্য মোট ৩৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ১৭৮টি বুথ বসানো হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত জকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ও নেতৃত্ব বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
