রবিবার, আগস্ট ৩১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়চরবাসীর পাশে থাকবো—কাকুয়ায় নদী ভাঙন এলাকায় ফরহাদ ইকবাল

চরবাসীর পাশে থাকবো—কাকুয়ায় নদী ভাঙন এলাকায় ফরহাদ ইকবাল

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

শনিবার বিকেলে কাকুয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে চরপৌলী বাজারে এক জনসভা শেষে তিনি ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ ইকবাল বলেন, “আমি যদি এমপি হওয়ার সুযোগ পাই তবে সবার আগে চরবাসীর পাশে থাকবো। তাদের দীর্ঘদিনের ভাঙনসহ নানা সমস্যা সমাধানে কাজ করব। আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি, তাই জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করতে চাই।

সভায় কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য শাহাদত হোসেন শাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, বিএনপি নেতা মামুন সরকার, জেলা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ।এ সময় কাকুয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সভা শেষে ফরহাদ ইকবাল স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চরপৌলী যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ