বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়চট্টগ্রামে ট্রেনের সঙ্গে সিএনজি-পিকআপের সংঘর্ষ, শিশু নিহত,আহত-৬

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে সিএনজি-পিকআপের সংঘর্ষ, শিশু নিহত,আহত-৬

চট্টগ্রামের কালুরঘাট সেতুর এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা- টমটম- পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সোয়া ১০টার দিকে কালুরঘাট ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায়  হাজারখানেক যাত্রী ট্রেনে আটকে আছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার কবলে পড়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার ছেড়ে আসে। রাত সোয়া  ১০টার দিকে ট্রেনটি কালুরঘাট সেতুতে উঠে। এদিকে ট্রেন আসার সিগন্যাল দেওয়া হলেও শহরের দিক থেকে সিগন্যাল অমান্য করে সিএনজি চালিত একটি অটোরিকশা সেতুর ওপরে উঠে পড়ে। অপরদিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে ব্রিজ পার হওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা টিকে ধাক্কা দিলে সেটি ভেঙে চুরমার হয়ে যায়।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গেছে, একটি শিশুসহ অনেকে রক্তাক্ত। ভিডিওর ক্যাপশনে লেখা শিশুটি মারা গেছে কিন্তু মা ট্রেনের নিচে। জানা গেছে, দুর্ঘটনার শিকার যানবাহনগুলো সিগনাল অমান্য করে রেলক্রসিয়ে উঠে পরলে এ ঘটনা ঘটে।
ট্রেনের এক যাত্রী বলেন, ট্রেনের অর্ধেক ব্রিজের উপর আর অর্ধেক রেলওয়ে ক্রসিংয়ে তাই কেউ বের হতে পারছেন না। সামনে কি হচ্ছে তাও জানিনা।
কালুরঘাট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম বলেন, রাত পৌনে ১১টার দিকে খবর পেয়ে দুটি এম্বুলেন্সসহ আমাদের ২ ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, আহত ৫ জনকে হাসপাতালের ক্যাজুয়ালটি ইউনিটে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুজ্জামানকে কল করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ