গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার আগে পুলিশের গাড়িতে আগুনের পর এবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে।এ হামলার ঘটনায় আহত হয়েছেন গাড়িটির চালক। এ হামলার জন্য আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের কংশুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও এম রকিবুল হাসান জানান, জাতীয় নাগরিক পার্টির জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে একটি পদযাত্রার আয়োজন ছিল। এতে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু পদযাত্রা শুরু হওয়ার আগেই গান্ধিয়াশুর এলাকায় আমাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। যারা এ হামলা করেছে তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির নেতা-কর্মীদের জড়ো হওয়া ঠেকাতে বেলা সাড়ে ১১টার দিকে গান্ধিয়াশুর এলাকায় কয়েকটি গাড়িতে হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থিত একদল লোক। তারা গাড়ির কাচ ভাঙে এবং ইউএনওর গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
এনসিপি নেতারা এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। তারা আগামীকাল (বৃহস্পতিবার) দেশের সব জেলা সদরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন।
উল্লেখ্য, চলতি মাসজুড়ে এনসিপি ‘জুলাই পদযাত্রা’ নামে একটি কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে আজকের পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।