সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়গাজীপুর-৩ আসনে বিএনপির ঐক্যবদ্ধ প্রচারণা, বাচ্চুর পক্ষে মাঠে নামলেন নেতাকর্মীরা

গাজীপুর-৩ আসনে বিএনপির ঐক্যবদ্ধ প্রচারণা, বাচ্চুর পক্ষে মাঠে নামলেন নেতাকর্মীরা

গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। দলের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রেখে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের সাবেক নির্বাহী কমিটির সদস্য পীরজাদা এস এম রুহুল আমিনের বাসভবনে অনুষ্ঠিত এক সভায় নেতারা এ ঐক্যের বার্তা দেন।
সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার ও সিরাজুদ্দিন কাইয়া, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, সাবেক বিএনপি নেতা শেখ আব্দুর রাজ্জাক, মশিউর রহমান টিটু, এডভোকেট নাহিন আহমেদ মোমতাজ, সাংবাদিক ইকবাল হাসান কাজলসহ আরও অনেকে।
অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির আজাদ মন্ডল, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা প্রমুখ।
সভায় পীরজাদা এস এম রুহুল আমিন বলেন, বিএনপি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। দল যাকে মনোনয়ন দিয়েছে, তাঁর বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দলের এই ঐক্য বিএনপিকে আরও শক্তিশালী করবে। বিএনপি একটি পরিবার উল্লেখ করে তিনি বলেন, সবাই একসঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে। নেতাকর্মীরা বলেন, এই ঐক্যের বার্তার মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপিতে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ