গাজীপুর-৩ (শ্রীপুর- সদরের একাংশ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক মোড়ল ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা পরিচালনা করেন।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার মাওনা চৌরাস্তায় উড়ালসেতুর চারপাশে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থী আবু বক্কর সিদ্দিক মোড়ল সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
 আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক মোড়ল বলেন, “আমি জনগণের সেবা করতে চাই। আপনারা যদি আমাকে ভোট দেন, ইনশাআল্লাহ গাজীপুর-৩ আসনকে উন্নয়ন ও সুশাসনের মডেল হিসেবে গড়ে তুলব।”
 গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

