গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আনোয়ার সরকারকে সভাপতি এবং নাদিম আর রাসেলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা কৃষক দল আনুষ্ঠানিকভাবে এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ডা. মুজাহিদুল কবির এবং সদস্য সচিব হুমায়ুন কবির। নতুন এই কমিটি কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় আনোয়ার সরকার বলেন, “আমি কৃতজ্ঞতা জানাই দলের নেতৃত্বকে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি গর্বিত, তবে একই সঙ্গে বড় এক চ্যালেঞ্জও এটি। তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মাঠ পর্যায়ের কৃষকদের পাশে থাকব। কৃষকের ন্যায্য অধিকার আদায়ে রাজপথ থেকে শুরু করে প্রশাসনিক স্তর পর্যন্ত আমরা সোচ্চার থাকব।”