শনিবার, আগস্ট ২, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে শাপলা বিলে নৌকা ডুবে ২ বন্ধুর মৃত্যু

গাজীপুরে শাপলা বিলে নৌকা ডুবে ২ বন্ধুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে  শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া বিলে এ দুর্ঘটনা ঘটে।
মামুন, মাহিম, বাইজিদসহ পাঁচ বন্ধু শুক্রবার ভোরে বাড়ি থেকে কাপাসিয়ার পাঁচুয়া বিলের শাপলা ফুলের ছবি তোলার জন্য বের হয়। একটি নৌকা ভাড়া করে ছবি তোলার সময় হঠাৎ নৌকাটি ডুবে গেলে মাঝিসহ পাঁচ বন্ধু পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এ সময় মো. বায়েজীদ (২৫) নামে এক যুবক ঘটনাস্থলে মারা যান, মাহিম (১৬) নামের আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহিন গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামের নুরে আলমের ছেলে এবং বায়েজীদ ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা বলেন, হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে বিলের কাছে গিয়ে শুনতে পান দুজন পানিতে তলিয়ে গেছে। পরে পানি থেকে তাদের উদ্ধার করা হয়।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাবেদ আলী বলেন, ‘নৌকা ভাড়া করে বিলে ঘোরার সময় অসাবধানতাবশত পাঁচ বন্ধুসহ মাঝি ডুবে যান। এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং দুজনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, মাহিম নামে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ