গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারের হাজী হযরত আলী সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টি দোকানের সব মালামাল পুড়ে গেছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা বাজার গরু হাটা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কাপড়ের দোকান, ওষুধের দোকানসহ মোট ৮টি দোকানের সব মালামাল পুড়ে গেছে।
ভুক্তভোগী দোকানিরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি। এতে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
মাওনা বাজার হাজী হযরত আলী সুপার মার্কেটের মালিক আলমগীর হোসেন বলেন, “সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একাধিক দোকান জ্বলছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মার্কেটের ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।”
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
