সোমবার, জুলাই ২১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, যান চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সহস্রাধিক শ্রমিক। কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তাঁরা।

রোববার সন্ধ্যা পৌনে আটটা থেকে ওই এলাকার এএ নীট স্পিন মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা এই অবরোধ করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ চলছিল।
অবরোধকারী শ্রমিকরা তাদের জুন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।

স্থানীয় ও আন্দোলনকারী শ্রমিকদের কয়েকটি সূত্র জানায়, অবরোধের সময় শ্রমিকরা মহাসড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। সড়কে অবস্থান করায় ময়মনসিংহ ও ঢাকামুখী দুটি লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুইপাশে আটকা পড়ে হাজার হাজার গণপরিবহন ও পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহনগুলো।

বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে মো. শফিকুল ইসলাম বলেন, জুন মাসের বেতন যথাসময়ে পরিশোধ করেনি কর্তৃপক্ষ। কয়েক দফা বেতন পরিষদের তারিখ দিয়েও তারা তা করেননি। রোববার সন্ধ্যায় বেতন পরিশোধের কথা থাকলেও তারা কথা রাখেনি। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হন। অপর শ্রমিক জহিরুল ইসলাম বলেন, মহাসড়ক অবরোধের সময় একটি বাস  ভাঙচুর করা হয়েছে। এটি কারা করেছে তা তাঁদের জানা নেই। তাদের দাবি, বেতন পরিশোধের আশ্বাস দিয়ে তা বাস্তবায়ন করতে হবে।
এএ নীট স্পিন মিলস লিমিটেড কারখানার কর্মকর্তা মো. জসিম উদ্দিনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। তাই কারখানা কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের গাজীপুর জেলার শ্রীপুর সাব জুন ইনচার্জ মো. আব্দুল লতিফ বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। কারখানা কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। তারা ফোন ধরছেন না। সন্ধ্যার পর থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলার চেষ্টা করছি। এর মধ্যে শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ