গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুই শতাধিক অটোরিকশা চালক।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি পুরাতন বাজার তুলা গবেষণা কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানযট সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান,অবৈধ যান অটোরিকশা মহাসড়ক চলাচলের অনুমতি দিতে হবে এবং পুলিশি হয়রানি বন্ধ করতে হবে এমন দাবিতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে থানা পুলিশের হস্তক্ষেপে সকাল পৌনে ১০ টায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
অটোরিকশা চালকদের অভিযোগ, সকালে তাদের এক সহকর্মী অটোরিকশা নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় হাইওয়ে পুলিশের একটি দল তাকে আটক করে। তিনি যেতে না চাইলে তাকে মারধর করা হয়। এতে ওই চালক গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে আশপাশের অটোরিকশা চালকরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করেন।সড়ক অবরোধের ফলে অফিসগামী মানুষসহ হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
সচেতন মহল বলছে, “মহাসড়ক অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। এতে সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছে।”
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, “মহাসড়কে অবৈধভাবে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা সড়ক অবরোধ করেছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তারা সড়কে অবস্থান নেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে পৌনে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। অটোরিকশা চালককে মারধরের অভিযোগ সঠিক নয়।”এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
