গাজীপুরের শ্রীপুরে এক রাতে পাঁচ দোকানে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার(২২ মে) দিবাগত রাতে উপজেলার স্কুল মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দোকানীরা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান,স্কুল মার্কেটটি থানার কাছাকাছি। থানা সংলগ্ন এলাকায় এক রাতে পাঁচটি দোকানে চুরির বিষয়টি গভীর উদ্বেগ জনক। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়।
ভুক্তভোগী দোকানী মানিক মিয়া বলেন,স্কুল মার্কেটে আমার একটা দোকান রয়েছে।বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়।পরের দিন সকালে এসে দেখি আমার দোকানের সার্টার কাটা। চোরেরা দোকানে ঢুকে নগদ ২ টাকা সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। এছাড়াও এ মার্কেটের আরও চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন,খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।