রবিবার, আগস্ট ৩, ২০২৫
No menu items!
বাড়িঅপরাধগাজীপুরে পলাতক থেকেও জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে আওয়ামী লীগের দোসর বাবুল

গাজীপুরে পলাতক থেকেও জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে আওয়ামী লীগের দোসর বাবুল

গাজীপুরের শ্রীপুরে জোরপূর্বক জোত জমি দখলে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ট সহচর ও আওয়ামী লীগের নেতা বাবুল। আওয়ামী লীগের শাসনামলে মেয়র আতিকুল ইসলামের প্রভাব খাটিয়ে অসহায় মানুষের জমি জোরপূর্বক দখল করে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে স্ত্রী- সন্তানদের কাজে লাগি ফের জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে এবং নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে

বাবুল গংয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় গাজীপুর ইউনিয়নের ধনুয়া নতুন বাজার এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে নাসির আহাম্মেদ (৪৫) বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,একই এলাকার মৃত রিয়াজ উদ্দিন আজুর চার ছেলে বাবুল আহাম্মেদ (৪৭), ফজলুল হুক (৩৫), এনামুক হক (৩০), নজরুল ইসলাম (৪০) এবং বাবুলের স্ত্রী মাজেদা আক্তার(৪০) ও ছেলে রাব্বি (২২) সহ আরও কয়েকজন নিজের জমিতে কাজ করতে গেলে বাধা সহ জীবন নাশের হুমকি দেন।

এ বিষয়ে নাসির আহমেদ বলেন,ধনুয়া মৌজায় ১৯৮৪ সালে ৩১.৫০ শতাংশ জমি মরহুম আমান উল্লাহর ছেলে মরহুম রহিজ উদ্দিনের নিকট থেকে ক্রয় করি। বর্তমানে মরহুম রিয়াজ উদ্দিনের ৪ ছেলে জমি দখলে নিতে বাধা দেয়। ইতিমধ্যে শ্রীপুর থানায় গত ২৩/০৫/২০২৫ ইং তারিখে অভিযোগের ভিত্তিতে শালিশ হয়। এতে বাদি পক্ষদ্বয় জমির মালিকানা দেখাতে পারে নাই ।এমতাবস্থায় ক্রয়কৃত আমার জমির কাগজপত্র সঠিক থাকায় আমাকে নালিশী বৈঠকে জমিতে স্থাপনা তৈরির অনুমতি দেন।জমিতে ঘর নির্মাণ করতে গেলে এনামুল গং আমাদের মারপিট করে। এতে আহত হয়ে আমরা হাসপাতালে ভর্তি ছিলাম।

স্থানীয় বাসিন্দারা জানান,ক্রয় সূত্রে জমির প্রকৃত মালিক হয়েও কেন তারা জমিতে কাজ করতে পারছে না। কাগজপত্র সব ঠিক। কোন জামেলা নেই।

এ বিষয়ে অভিযুক্ত বাবুল গংয়ের সাথে একাধিক বার ফোনে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায় নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ