গাজীপুরের শ্রীপুরে হেলমেটধারী দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রভাতী বনশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার ২ নম্বর সিএনবি বাজার এলাকায় পার্কে সাইন প্রোডাক্টস লিমিটেড পাম্পের পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো–ব: ১২–০০৯৫ নম্বরের বাসটি রাতে ঢাকা থেকে এসে গ্যাস নেওয়ার পর পাম্পের প্রায় ১০০ গজ দূরে পার্কিং করে রাখা হয়েছিল। চালকসহ তিনজন তখন বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ভোরের দিকে হেলমেট পরিহিত ৩০–৪০ জন দুর্বৃত্ত “জয় বাংলা” স্লোগান দিয়ে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনে পুরো বাস জ্বলে ওঠে।
স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসের চালক জানালা দিয়ে লাফিয়ে বের হতে গিয়ে আহত হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাস চালকের সহকারী ফজলে রাব্বি (২০) বলেন, “ফজরের নামাজের কিছু আগে হেলমেট পরা ৩০–৪০ জন লোক এসে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমরা জানালা দিয়ে লাফ দিয়ে প্রাণে বেঁচে গেছি। আর এক মিনিট দেরি হলে পুড়ে মরতাম।”
প্রভাতী বনশ্রী পরিবহনের মালিক জহির উদ্দিন বলেন, “দুর্বৃত্তদের দেওয়া আগুনে আমাদের একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। সৌভাগ্যক্রমে চালক ও সহকারীরা প্রাণে বেঁচে গেছেন, যদিও চালক আহত হয়েছেন।”
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
