শুক্রবার, জুলাই ৪, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে এক রাতে পাঁচটি গরু চুরি!

গাজীপুরে এক রাতে পাঁচটি গরু চুরি!

 

গাজীপুরের শ্রীপুরে স্প্রে ব্যবহার করে এক রাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে।
বুধবার( ২৮ মে) দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান,হায়াতখারচালা গ্রামে একটি গরুর খামার গড়ে তোলেন ইউসুফ আলী প্রধান।খামারটি কুরবান আলী নামের একজন কেয়ারটেকার দেখাশোনা করে।বুধবার রাতে পাঁচটি গরু খামারের একটি শেটে রেখে ঘুমিয়ে পড়েন কুরবান আলী।হঠাৎ গভীর রাতে বাহির থেকে আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায়। এরপর খামের দেওয়াল টপকে লোকজন ভিতর ঢুকে কেয়ারটেকারকে চেতনানাশক স্প্রে করে অচেতন করে গরু লুট করে নিয়ে গেছে।

খামারের মালিক ইউসুফ আলী বলেন,দেড় লাখ টাকা দিয়ে কোরবানির জন্য একটা গরু কিনেছি।এটা খামারের অন্য গরুর সাথে লালন পালন করা হচ্ছে।বুধবার রাতে দেওয়াল টপকে চুরের দল চেতনানাশক স্প্রে করে গরু গুলো লুট করে নিয়ে গেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
400


0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ