কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে গাজীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে ভোট বৃদ্ধি ও জনসমর্থন গড়ে তুলতে মাঠে নেমেছেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তারুল আলম মাস্টার।
বৃহস্পতিবার(২৩ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।
গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুল আলম মাস্টার বলেন, “আমরা তৃণমূলের মানুষের কাছে পৌঁছাতে চাই। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করছি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ।”স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও পথসভায় অংশ নিয়ে তিনি বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।