বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫
No menu items!
বাড়িঅপরাধকিশোরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রাম থেকে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১৩ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কিশোরগঞ্জের ভৈরবের নিউটাউন এলাকার জালাল উদ্দিনের ছেলে হৃদয় মিয়া (৩০) ও নরসিংদীর রায়পুরার মুছাপুর এলাকার মৃত. আ. মন্নাফ মিয়ার ছেলে মুজিবর রহমান (৬০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ১০ মিনিটে বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়ার নেতৃত্বে এসআই মো. ফখরুল ইসলাম, এসআই মানষ ভদ্র, এএসআই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স চাড়িয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সরবরাহের সময় মুজিবর মিয়া (৬২) ও মো. হৃদয় মিয়া (২৪) নামের দুই মাদক কারবারিকে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়।
বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ