গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬১ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।রোববার (২০ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।
বাজেটে রাজস্ব খাতে আয় নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা। এতে রাজস্ব খাতে ২০ লাখ টাকার উদ্বৃত্ত থাকবে। অন্যদিকে, উন্নয়ন খাতে আয় নির্ধারণ করা হয়েছে ৫৩ কোটি ৬১ লাখ ৬৬ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ৪২ লাখ টাকা। উন্নয়ন খাতেও প্রায় ২০ লাখ টাকা উদ্বৃত্ত থাকবে।বাজেট ঘোষণার পর দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদ, বিভিন্ন ওয়ার্ড প্রশাসক, রাজনৈতিক নেতা ও স্থানীয় সাংবাদিকরা।পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, `নাগরিক সুবিধা বৃদ্ধিতে আমরা নিরলসভাবে কাজ করছি। উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে গিয়ে নাগরিকদের ওপর বাড়তি কর চাপানো হয়নি।