শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কালিহাতীতে শারদীয় দুর্গোৎসবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলার পরিদর্শন

কালিহাতীতে শারদীয় দুর্গোৎসবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলার পরিদর্শন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিনব্যাপী তিনি উপজেলার প্রায় ১০টি পূজামণ্ডপ ঘুরে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন সম্পর্কে আয়োজকদের খোঁজখবর নেন।

ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলা বর্তমানে শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং গুলশান সোসাইটি, ঢাকার সাবেক সাধারণ সম্পাদক।

সফরকালে তিনি এলেঙ্গা রাধাকৃষ্ণ মন্দির, উজ্জয়িনি মহিলা পূজা পরিষদ, শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির (কেন্দ্রীয় নাটমন্দির মগড়া), মগড়া জাগ্রত যুবসংঘ পূজামণ্ডপ, হরি বাসর প্রাঙ্গণ পৌজান, কালোহা মধ্যপাড়া পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে ভক্তদের শুভেচ্ছা জানান।
এ সময় ব্যারিস্টার শুকলা বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এটি এখন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে। কালিহাত

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ