শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। তিনি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক দল গঠন এবং সূর্যাস্তের পূর্বেই প্রতিমা বিসর্জন নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি তিনি নৌযাত্রায় অতিরিক্ত যাত্রী পরিবহন থেকে বিরত থাকার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন কালিহাতী আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক হোসেন নাসিফ, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু ও সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিক।
এছাড়াও সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক আশরাফ হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ওসি মাহবুবুর রহমান জানান, পূজা চলাকালীন যেকোনো নিরাপত্তা-সংক্রান্ত পরিস্থিতিতে পুলিশ সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু বলেন, “প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পূজা অনুষ্ঠান না করাই উত্তম।”
সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং স্থানীয় জনগণের সমন্বয়ে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।