বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কালিহাতীতে  বিএনপির কর্মী সমাবেশে ৩১ দফা রূপরেখা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান...

কালিহাতীতে  বিএনপির কর্মী সমাবেশে ৩১ দফা রূপরেখা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান বেনজীর আহমেদের

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দশোকিয়া ডোলকানে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বেনজীর আহমেদ টিটো। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশ আজ চরম সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ আজ দুঃশাসনের কবলে পড়েছে। এই দুঃশাসন থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হলো গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। জনগণের অধিকার ফিরিয়ে আনতে নেতাকর্মীদের ঘরে ঘরে এই দফাগুলো।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সহ-সভাপতি আব্দুল বারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছামাদ আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, দশোকিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম নূরু এবং সাধারণ সম্পাদক আহসান হাবীব লাভলুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম আহম্মদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি নূরুল ইসলাম।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

এবার জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

জনপ্রিয় সংবাদ