ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় “ফ্রি মেডিকেল ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৫ মে ) দিনব্যাপী এলেঙ্গা শামসুল হক কলেজের সামনে টাঙ্গাইলের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগীতায় দারুল উলুম শিক্ষা পরিবার এই ক্যাম্পের আয়োজন করে।
চিকিৎসা সেবার অংশ হিসেবে ক্যাম্পে বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এলাকার সাধারণ মানুষ ও বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ক্যাম্প আয়োজন করা হয়।
ক্যাম্প চলাকালে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম, ডা. মো. ওহিদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ খান, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাতেন।
এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা বলেন, এই ধরনের ক্যাম্প তাদের জন্য বড় সহায়তা, বিশেষ করে যারা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না।