মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কালিয়াকৈরে নারীসহ তিন মাদক কারবারি আটক

কালিয়াকৈরে নারীসহ তিন মাদক কারবারি আটক

গাজীপুরের কালিয়াকৈরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে সেনাবাহিনী। রোববার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় এ অভিযান পরিচালিত করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—যশোর জেলার মনিরামপুর উপজেলার আফসার আলীর ছেলে আরিফুল ইসলাম (২৩), গাইবান্ধা সদর উপজেলার শামসুল আলমের ছেলে শামীম হোসেন (২৫) এবং একজন অজ্ঞাতপরিচয় নারী।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সকালে চন্দ্রা এলাকায় অভিযান চালায়। এ সময় উল্লেখযোগ্য পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন নারী সদস্য রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) যুবায়ের আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সেনাবাহিনীর একটি টহল দল সকালে চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Notify of
guest
400


0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ