গাজীপুরের কালিয়াকৈরে বন্ধুদের সাথে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে তামিম (৪) নামে এক শিশু মারা গেছে।
রোববার (১৮ মে) বিকেলে উপজেলার ভাওমান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামিম ভাওমান গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তামিম বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পাশের একটি বড় ডোবায় পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে স্থানীয়রা ডোবায় তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।