কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহত সবাই একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে।
